কাউখালীর ইউএনও করোনায় আক্রান্ত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ০০:১৪

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ জুলাই ইউএনওর নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল। রবিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জানা গেছে, গত ১০ জুলাই ইউএনও খালেদা খাতুন রেখা ও তার মেয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে পাওয়া রিপোর্টে ইউএনওর করোনা পজিটিভ রিপোর্ট এলেও তার কন্যার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ইউএনও খালেদা খাতুন রেখা গত ৯ জুলাই থেকে কাউখালীর সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

ইউএনও খালেদা জানান, তিনি সুস্থ আছেন। তার পরিবারের সুস্থতার জন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকেই একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউএনও খালেদা খাতুন রেখা উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধসহ উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিয়েছিলেন বিভিন্ন পদক্ষেপ। উপজেলাতে কেউ করোনায় আক্রান্ত হলে মুহূর্তেই তাদের বাড়ি হাজির হয়েছেন। তাদের খাদ্য সহায়তা, ফল, বই প্রদানসহ যুগিয়েছেন সাহস ও শক্তি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :