ছবি নিয়ে দুশ্চিন্তায় ‘বীরাঙ্গনা’ রোজিনা

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ১২:০৬ | আপডেট: ১৪ জুলাই ২০২০, ১৩:২৪

বিনোদন প্রতিবেদক

প্রায় এক যুগ যুক্তরাজ্যে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। খুব শিগগির ফিরতে চলেছেন তার পুরনো ডেরায়ও। অর্থাৎ, মুক্তিযুদ্ধের গল্পে নির্মিতব্য ‘ফিরে দেখা’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন রোজিনা। সেখানে তাকে দেখা যাবে একজন বীরাঙ্গনা নারীর চরিত্রে। শুধু তাই নয়, এ ছবির পরিচালক এবং প্রযোজকও রোজিনা। ছবিটি নির্মাণের জন্য তিনি ২০১৯-২০২০ অর্থ বছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।

নতুন খবর হচ্ছে, এত টাকা অনুদান পাওয়ার পরও ‘ফিরে দেখা’র বাজেট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নায়িকা-পরিচালক-প্রযোজক রোজিনা। তার হিসাব মতে, ছবিটি নির্মাণের জন্য এক কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার মতো খরচ হবে। কাজেই, বাকি টাকা কোথা থেকে আসবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নায়িকা। বাকি অর্থ জোগাড়ের জন্য তিনি পৃষ্ঠপোষকের খোঁজে নেমেছেন বলে জানান। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবির শুটিং শুরু হবে বলেও উল্লেখ করেন।

‘ফিরে দেখা’ ছবির গল্পটি রোজিনার নিজের লেখা। মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি হচ্ছে। ১৯৭১ সালে নায়িকার নানাবাড়ি গোয়ালন্দের একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। রোজিনা বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবির শুটিং গোয়ালন্দে করতে হবে। দৃশ্যায়নে তখনকার আবহ ফুটিয়ে তুলতে হবে। যদিও সেসব জায়গায় এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। তার পরও কিছু জায়গা এখনো তখনকার সময়ের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে।’

রোজিনার মতে, ‘এই সময়ে দাঁড়িয়ে যুদ্ধের সময়কার আবহ সৃষ্টি করা চ্যালেঞ্জিং একটা কাজ। তা ছাড়া ঐতিহাসিক ছবি তৈরির ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, নইলে সমালোচনার মুখে পড়তে হয়। আমার এই ছবি যেহেতু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি পরিবারকে কেন্দ্র করে, তাই লোকেশন ও প্রপস নিয়ে ভাবতে হচ্ছে। অনেক আয়োজনের ব্যাপার। খরচও বেশি হবে। আমি ভালোভাবে ছবিটি বানাতে চাই। গল্পের সঙ্গে কোনো আপস করব না। যদি পরিকল্পনা মতো সব করতে না পারি, তাহলে আত্মসমপর্ণ করব।’

ছবির গল্পের ব্যাপারে নায়িকা বলেন, ‘সাত-আট বছর আগে একবার দেশে এসে নানাবাড়ি গোয়ালন্দের এক বীরাঙ্গনা নারীর সঙ্গে আলাপ হয়। তার সঙ্গে কথা বলেই গল্প সাজিয়েছি। বীরাঙ্গনা চরিত্রে এখানে আমিই অভিনয় করব। যেহেতু গল্পটি আমার নিজের, তাই চরিত্রটি আমিই বেশ ভালোভাবে করতে পারব।’ কিন্তু ছবিতে রোজিনার নায়িকা কে থাকবেন? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার বিপরীতে ইলিয়াস কাঞ্চনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছি। দেখা যাক, তিনি রাজি হন কি না।’

১৯৭৮ সালে এফ কবির চৌধুরীর পরিচালনায় ‘রাজমহল’ ছবির মধ্যদিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন রোজিনা। ১৯৮৬ সালে পাকিস্তানে ‘হাম দো হায়’ ছবিতে অভিনয় করে তিনি আলোচিত হন। এরপর বলিউড ও টলিউডের তুমুল জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তীর বিপরীতেও তাকে দেখা গেছে। এছাড়া পাকিস্তানের নায়ক নাদিমসহ ভারতীয় উপমহাদেশের অনেক অভিনেতার সঙ্গেই তিনি জুটি বেঁধেছেন। দীর্ঘ ক্যারিয়ারে আড়াই’শর মতো চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেছেন রোজিনা।

ঢাকাটাইমস/১৪জুলাই/এএইচ