চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ১৬:২২

কুড়িগ্রামের চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার ৫০০০০ মানুষ পানিবন্দি হয়ে আছে। প্লাবিত এলাকাগুলোর মানুষ আশ্রয়কেন্দ্র, বাঁধের রাস্তা, স্কুল-মাদ্রসাসহ বিভিন্ন উঁচু স্থানে গবাদি পশুসহ আশ্রয় নিয়েছে। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

রাজারভিটা ফাজিল মাদ্রাসায় আশ্রিত বৃদ্ধ নজির হোসেন বলেন, ‘প্রথম দফা বন্যায় ঘরে পানি ওঠায় পরিবারসহ এই মাদ্রাসায় আশ্রয় নিয়েছিলাম। পানি কমে যাওয়ায় বাড়িতে যাওয়ার সাত দিনের মাথায় আবারো বন্যার পানি ঘরে ওঠায় দ্বিতীয় দফায় মাদ্রাসায় আসতে হল।’

মাদ্রাসায় আশ্রিত করিমন বলেন, ‘ঘরে কোমর সমান পানি হওয়ায় অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে মাদ্রাসায় আশ্রয় নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।’

উত্তর রমনা বাঁধে আশ্রিত আহাম্মদ আলী বলেন, ‘ঘরে এক বুক পানি। তাই বাঁধের রাস্তায় আশ্রয় নিয়েছি।’

পাউবো জানায়, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৩৬ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঢাকাটাইমস/১৪জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :