অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ১৬

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ১৮:১২

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১ শিশু, ৪ নারী এবং ১১ পুরুষসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে পলিয়ানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, গতরাতে পলিয়ানপুর গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাবার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এর মধ্যে জাকির খান, পারভীন, নাজমা বেগম, হাসান ফরাজি, তানিয়া আক্তার, হাফিজ, মিলন হাওলাদার, সালমা খাতুন, শাহ আলম হাওলাদার, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম, রুবেল, মানজারুল, আসাদ, রাসেল খান, মুন্না হাওলাদারকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা, পিরোজপুর এলাকায়। আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)