সাহেদের পালানো ঠেকাতে হিলি সীমান্তে বাড়তি নজরদারি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ১৮:৪৯

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ যেন দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ।

বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রয়েছে। যার কারণে এই পথ দিয়ে কোনো লোকজন যাতায়াত করতে পারবে না, এটি নিশ্চিত। এছাড়াও হিলি সীমান্তে আমাদের নজরদাড়ি রয়েছে। এই কারণে এই পথ দিয়ে অবৈধভাবে কোনো মানুষ পারাপার হতে পারবে না। এটি আমাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে সাহেদের বিরুদ্ধে মামলা থাকায় তিনি যেন এই পথ ব্যবহার করে ভারতে যেতে না পারেন সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে করোনার কারণে এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন তারা।

(ঢাকাটাইমস/১৪জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :