ঢাকাটাইমসের সংবাদে সড়কের সংস্কারের কাজ শুরু

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ২২:৩৭

ঢাকাটামইস পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-খালখুলা সড়কের খানাখন্দ স্থানগুলোতে সংস্কার শুরু করেছে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার বিকালে নিশ্চিত করে সিরাজগঞ্জ সওজ, উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কামাল হাসান জানান, গত কয়েক দিনের ভারী ও হালকা বর্ষণ এবং ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় সড়কের কিছু স্থানে ছোটখাটো খানাখন্দ সৃষ্টি হয়ে যায়। এতে জনগণের ভোগান্তি হয়। এদিকে সংবাদ আমাদের নজরে আসার পর খানাখন্দ স্থানগুলো ইট দিয়ে সংস্কার করে আপাতত যানবাহন ও মানুষ চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, তাড়াশ-খালখুলা সড়কটি উপজেলার পৌর এলাকার খুটিগাছা থেকে খালখূলা সড়কের ৫ কিলোমিটার সড়ক হলো সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায়। এ সড়কটি দীর্ঘদিন যাবত হাজারো খানাখন্দে ভরপুরে পড়েছিল। সড়কটি অভিভাবকহীন থাকায় এই সড়কটি দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষের দুর্ভোগের সীমা ছিল না। পরবর্তীতে গত ৩ মাস আগে সড়কটি সংস্কার করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আবারো সড়কটির চেহারা ফিরে যায় পুরানো রূপে। বর্তমানে টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের বেশ কয়েকটি জায়গা ভেঙে গর্তের সৃষ্টি হয়ে যায়। এ নিয়ে ঢাকাটাইমস পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :