বিশ্বকাপ বাছাইয়ে ইতিবাচক ফলের আশা তপুর

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ২২:৪০ | আপডেট: ১৫ জুলাই ২০২০, ০৮:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন বলেছেন, বিশ্বকাপ বাছাইয়ে নিজ মাঠে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিবে বাংলাদেশ। সফরকারী আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে এ সব ম্যাচে নিজ মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে ইতিবাচক ফল করবে বলে আশা করছেন তিনি।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তপু নিজের এই সব প্রত্যাশার কথা জানিয়ে আরো বলেন, বছাইপর্বের সব অ্যাওয়ে ম্যাচেই ভাল খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠেও তারা এর পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তপু বলেন, ‘প্রথম হোম ম্যাচে আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের মোকাবেলা করব আমরা। তিন মাসেরও বেশি সময় ধরে আমরা অনুশীলনের বাইরে আছি। আশা করছি আগামী আগস্টে ক্যাম্প শুরু হবে। ফলে ম্যাচের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ পাব। স্বাগতিক দল সব সময় বাড়তি সুযোগ পায়। তাজিকিস্তানে আফগানিস্তানের বিপক্ষে প্রথম লেগে আমরা ভাল লড়াই করেছি। তবে শেষ ভাগে একটি গোল খেয়ে আমরা হেরে গেছি। তবে আমরা যদি দলগত তুলনায় যাই, তাহলে আমরা তাদের চেয়ে ভাল দল। অ্যাওয়ে ম্যাচে আমরা খুবই ভাল করেছি। সুতরাং, আশা করছি হোম ম্যাচেও আমরা ভাল করতে পারব। আমি ইতিবাচক ফল আশা করছি।’

বাংলাদেশ দলের এই ডিফেন্ডার বলেন, ‘ভারতের বিপক্ষে তাদের মাঠে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। কিন্তু ৮৯ তম মিনিটে অপ্রত্যাশিত ভাবে একটি গোল হজম করতে হয়েছে। এটি ছিল আমাদের দুর্ভাগ্য। তাদের মাঠে আমরা যা করেছিলাম, সেটি আমলে নিলে আমার মনে হয় এখন ভারতের বিপক্ষে ইতিবাচক খেলতে পারব। তাদের সঙ্গে আমাদের কন্ডিশনে কোন পার্থক্য পাইনি। দুই দলই একই অবস্থানে আছি। তাই ম্যাচটি হবে আধা আধি সম্ভবনার। অপরদিকে নিজেদের মাঠে খেলা হবার কারণে আমরা বাড়তি কিছু সুবিধা পাব।’

ওমানকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে জাতীয় দলের এই ডিফেন্ডার বলেন, ‘আমরা জানি প্রতিপক্ষ হিসেবে ওমান খুবই শক্তিশালী। তাদের মাটিতে আমরা ১-৪ গোলের ব্যবধানে ম্যাচ হেরেছি। বিশ্বকাপের বাছাইপর্বে সেটিই সবচেয়ে কঠিন ম্যাচ ছিল বলে আমি মনে করি। আমরা নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলেছি। এখন ওমান এখানে আসবে তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে। তাদের বিপক্ষে নিজেদের বাঁচাতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা যদি ভাল পারফর্ম করতে পারি, তাহলে আশা করছি ইতিবাচক ফলাফল পাব। সবশেষে এটি বলতে চাই যে আমরা আশাবাদী। আশা করি তিনটি হোম ম্যাচেই ইতিবাচক ফল আসবে।’

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এসইউএল)