সাহেদের বহুমুখী প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৯:৪২ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ০৯:৩৫

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালে অভিযানের পরই বেরিয়ে আসতে থাকে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের অপকর্মের নানা ফিরিস্তি। তার অপকর্মের সীমা শুধু হাসপাতালের মধ্যেই ছিল না। দেশব্যাপী বিস্তৃত ছিল তার প্রতারণার জাল। চাকরি দেয়ার নামে হাজারো মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় করে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া নিজস্ব টর্চার সেল, পাওনা টাকা চাইতে এলে নির্যাতনসহ নানা অভিযোগ উঠে আসে সাহেদের বিরুদ্ধে।

শুধু সাধারণ মানুষ আর ছোট-বড় ঠিকাদারই নয়, বড় বড় প্রভাবশালী শিল্পপ্রতিষ্ঠানও বাদ যায়নি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের প্রতারণা থেকে। আর এসব প্রতারণা করতে গিয়া সাহেদ কখনো সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, কখনো প্রধানমন্ত্রীর এডিসি আবার কখনোও রাজনৈতিক নেতা পরিচয় দিতেন। নিজেকে মিডিয়াব্যক্তিত্ব জাহির করে অর্থের বিনিময়ে টকশোতে অংশ নেওয়াও শুরু করেছিলেন তিনি। মূলত প্রতারণায় সিদ্ধহস্ত ছিলেন তিনি। এমনকি দেশের ভিভিআইপিদের সঙ্গে ছবি তুলে নিজেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিচয় দিতেও কার্পণ্য করতেন না। অপকর্মে সিদ্ধহস্ত হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার সাহস পায়নি কেউ।

প্রতারণার দায়ে জেল খাটা রিজেন্টের এই মালিকের বিরুদ্ধে আছে প্রায় তিন ডজনের মতো মামলা। তারপরেও তার নাগাল পায়নি কেউ। কারণ সবকিছু ম্যানেজ করতেন টাকা দিয়ে ও সুন্দরী নারী দিয়ে মনোরঞ্জনের মাধ্যম। নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর বড় কর্তা বা মন্ত্রী-এমপির সহযোগী পরিচয়ে সারা দেশেই চালিয়েছেন রমরমা প্রতারণা বাণিজ্য। ঢাকার বাইরে থেকেও বেরিয়ে আসছে তার ভয়াবহ প্রতারণার চিত্র।

ব্যবহার করতেন সেনাবাহিনীর পরিচয়:

জাতীয় পরিচয়পত্রে তার নাম সাহেদ করিম থাকলেও একটি মামলায় জেল খেটে বেরিয়ে আসার পর নাম বদল করে নতুন নাম রাখেন মো. সাহেদ। আগে কারো কাছে তিনি ছিলেন মেজর ইফতেখার করিম। কারো কাছে পরিচয় দেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শহীদ নামে।

আবার সুযোগ বুঝে কোথাও মেজর, কর্নেল পদবিও ব্যবহার করতেন। এমনকি তিনি নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন। আবার রাতারাতি হয়ে ওঠেন গণমাধ্যম ব্যক্তিত্বও।

সাহেদ যখন বুদ্ধিজীবী:

গত কয়েক বছর ধরে নিজেকে কথিত বুদ্ধিজীবী বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচয় দিতেন তিনি। সেন্টার ফর পলিটিক্যাল রিসার্চ বা রাজনীতি গবেষণা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানও চালাতেন তিনি। এ জন্য নিজের টাকা খরচ করে বিভিন্ন টকশোতে অংশ নিতেন।

টকশোতে বিরোধী রাজনীতিকদের বিষয়ে বেশি বেশি সমালোচনা করা সাহেদের বিরুদ্ধে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথাও শোনা গেছে। সাংবাদিক পরিচয় দিয়ে সুবিধা আদায়ের জন্য ‘নতুন কাগজ’ নামে একটি নামসর্বস্ব পত্রিকাও খুলেছেন তিনি। নিজেকে সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে পরিচয় দিতেন। এসবই ছিল তার বিভিন্ন অপকর্ম থেকে নিজেকে বাঁচানোর ঢাল।

৩২ মামলার আসামি সাহেদ:

২০১০ সালের দিকে সাহেদ ধানমন্ডি এলাকায় বিডিএস কিক ওয়ান এবং কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি (কেকেএস) নামে দুটি এমএলএম কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেন। সাহেদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৩২টি মামলা খুঁজে পেয়েছেন র‌্যাব। এর বেশিরভাগই প্রতারণা মামলা। কারণ প্রতারণা করে অর্থ-সম্পদ গড়ে তোলাই ছিল তার মূলকাজ। এ জন্য করোনামহামারি চলাকালেও স্পর্শকাতর একটি বিষয়েও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে বিবেকে বাঁধেনি তার।

গ্রেপ্তার হয়েও ছাড়া পান সাহেদ:

২০১০ সালের দিকে সাহেদ ধানমন্ডি এলাকায় বিডিএস কিক ওয়ান এবং কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি (কেকেএস) নামে দুটি এমএলএম কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেন। প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে গা ঢাকা দিলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তার বিরুদ্ধে মামলা করেন।

২০১১ সালে প্রতারণা মামলায় সাহেদ একবার গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু অর্থের বিনিময়ে দ্রুতই তিনি জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে আসেন। এরপর প্রতারণার অর্থ দিয়ে তিনি রিজেন্ট গ্রুপ নামে ব্যবসা শুরু করেন। চালু করেন রিজেন্ট হাসপাতাল। কিন্তু ২০১৪ সালেই এই হাসপাতালের লাইসেন্সর মেয়াদ শেষ হয়ে যায়।

ঢাকাটাইমস/১৫জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :