গ্রেপ্তার এড়াতে নিজের মোবাইল ফেলে দেন সাহেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২০, ১১:১১ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ১১:০২

গত নয় দিন ধরে তিনি গ্রেপ্তার এড়াতে নানা কৌশলের আশ্রয় নেন। ঘন ঘন জায়গা বদল। বোরকা পরে স্থানান্তর। কেউ যাতে ট্র্যাকিং করে তার অবস্থান জানতে না পারে, সে জন্য নিজের ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে দিয়েছিলেন সাহেদ। কিন্তু এত সব চতুরতার পরও শেষ রক্ষা হয়নি তার।

অবশেষে র‍্যাবের জালে আটকা পড়লেন বহুল সমালোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। সাতক্ষীরার দেবহাটা থেকে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার সময় আজ বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর র‍্যাবের এডিজি অপারেশন কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার পুরাতন বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সাহেদের গ্রেপ্তার অভিযানের বর্ণনা দেন।

গত ৬ জুলাই সাহেদের রিজেন্ট হাসপাতালের র‍্যাবের অভিযানের পর থেকে পলাতক সাহেদ। গত ৯ দিন ধরে তাকে ফলো করেছিল র‍্যাব। কিন্তু ঘন ঘন জায়গা বদলের জন্য তাকে ধরা যায়নি।

কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বলেন, ‘আমরা কয়েকবার তার অবস্থানের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে তাকে গ্রেপ্তার কর সম্ভব হয়নি। গ্রেপ্তার এড়াতে সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে দিলেছিল।’

অবশেষে আজ ভোররাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।

(ঢাকাটাইমস/১৫জুলাই/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :