২০ বছরে ক্যারিবীয় বোলারদের মধ্যে সেরা হোল্ডার

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ১১:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত ২০ বছরে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ৷ এর দু’দিন পরেই ২০ বছরে ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আইসিসি প্রকাশিত সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছলেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার৷ এর ফলে বোলারদের মধ্যে আইসিসি ব়্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন৷

রবিবার সাউদাম্পটনে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে হোল্ডার অ্যান্ড কোং৷ বল হাতে সাত উইকেট তুলে নেন উইন্ডিজ ক্যাপ্টেন৷ প্রথম ইনিংসে ৪২ রানে ছয় উইকেট নিয়েছিলেন হোল্ডার৷ দ্বিতীয় ইনিংসে বল হাতে একটি উইকেট নেওয়া ছাড়াও ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান অধিনায়ক৷

সিরিজের প্রথম টেস্টেই দারুণ বোলিং পারফরম্যান্সের জন্য গত ২০ বছরে ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পান হোল্ডার৷ তাঁর কেরিয়ারের সেরা রেটিং পয়েন্টস হল ৮৬২৷ অর্থাৎ ২০০০ সালে কোর্টনি ওয়ালসের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ বোলার টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করলেন৷ তবে ওয়ালসকে টপকাতে পারলেন না তিনি৷ ওয়ালসের রেটিং পয়েন্ট ছিল ৮৬৬৷

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেট না-খেললেও প্রথম দশে নিজেদের অবস্থান ধরে রাখলেন ভারতীয় ক্রিকেটাররা৷ ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এছাড়া চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে তাঁদের জায়গা যথাক্রমে সাত ও নয় নম্বরে ধরে রেখেছেন৷ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন স্টিভ স্মিথ৷ তবে বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের একমাত্র জসপ্রীত বুমরাহ৷

হোল্ডার প্রথম টেস্টের পরে ব্যাটসম্যানদের মধ্যে ৩৫ নম্বরে রয়েছেন৷ আর অল-রাউন্ডারদের তালিকার ৪৮৫ পয়েন্ট নিয়ে ক্যারিয়ারের সেরা তালিকায়ও পৌঁছেছেন তিনি৷ দু’নম্বরে রয়েছেন ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকস৷ কেরিয়ারে সেরা ৪৩১ পয়েন্ট অর্জন করেছেন তিনি৷ জো রুটের অনুপস্থিতিতে অ্যাজাস বোলে সিরিজের প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেন স্টোকস৷

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এআইএ)