সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ১১:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনাকালীন বিরতিতে ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে কিউই অধিনায়ক উইলিয়ামসনসহ দেশ-বিদেশের অনেক ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটীয় আলোচনায় দর্শকদের বিনোদন দিয়েছেন টাইগারদের নবনির্বাচিত কাপ্তান। দেশ-বিদেশের তারকাদের আতিথেয়তা দিলেও স্বদেশী সাকিব আল হাসানকে দেখা যায়নি তামিমের লাইভ সেশনে। আর তাতেই মাথা চাড়া দিয়ে ওঠে গুঞ্জন, সম্পর্কের টানাপোড়েন চলছে সাকিব-তামিমের। এমন জল্পনায় হতবাক তামিম, জানালেন সাকিবের সঙ্গে তার বন্ধুত্বের অবনতি হয়নি।

সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তামিম জানান, সাকিব লাইভ অনুষ্ঠানে না আসা নিয়ে সম্পর্ক খারাপ হওয়ার যে গুঞ্জন রটেছে সেটি অযৌক্তিক।

তামিম বলেন, ‘দূরত্ব থাকার তো কোনো কথাই আসে না। এই বিষয়টি শুরু হয়েছে আমার অনুষ্ঠানে সাকিবের লাইভে না আসা নিয়ে। আমি স্পষ্টভাবে বলেই দিয়েছিলাম, ব্যক্তিগত কারণে ও আসতে পারেনি। আর এটাতে আসা না আসা নিয়ে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে- এটা আমি বিশ্বাস করি না।’

তাদের সম্পর্কের ব্যাখ্যা গণমাধ্যমকে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলেও তামিম মনে করেনে না। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না, আমার বা ওর গণমাধ্যমের সামনে এসে আমাদের সম্পর্ক ভালো আছে কি নেই সেটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে।’

তামিম আরো বলেন, ‘সাকিব এবং আমার সম্পর্ক আলাদা জায়গায় আর লাইভ অনুষ্ঠানটা ছিল অন্য জায়গায়। আমি বিশ্বাস করি আমি যতোটা সম্মান সাাকিবকে করি ঠিক ততোটাই সেও আমাকে করে। এখানে বন্ধুত্ব খারাপ হয়ে যাওয়ারি কিছু নেই।’

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এআইএ)