অস্ট্রেলিয়ায় এবারও জিতবে ভারত, আশাবাদী সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৪:০২ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ১৩:৫৯

সব কিছু ঠিকঠাক থাকলে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত৷ আর এবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ কোহলি অ্যান্ড কোং৷ এমনটাই মনে করছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া৷ প্রথমে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে কোহলিরা৷ তারপর চার টেস্টের বর্ডার-গাভাস্কর ট্রফি এবং সবশেষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ৷ করোনাভাইরাস অতিমহামারীর মধ্যে এটাই হবে ভারতের প্রথম আন্তর্জাতিক সফর৷

গত সপ্তাহেই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হয়েছে করোনা আবহে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ৷ চার মাস পর আবার শুরু হয়ে বাইশ গজের লড়াই৷ সাউদাম্পটনে সিরিজর প্রথম টেস্টে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গিয়েছে উইন্ডিজ৷

তবে ক্রিকেটবিশ্ব তাকিয়ে রয়েছে বছর শেষে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের দিকে৷ শেষবার অস্ট্রেলিয়া সফরে জিতেছিল কোহলির ভারত৷ বিরাটরা চার টেস্টের সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে৷ এটাই ছিল ভারতের প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়৷ শুধু তাই নয়, বিরাট কোহলির হাত ধরে এশিয়ার কোনও দল প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে৷

এবারও অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটদের জয়ের ব্যপারে আশাবাদী সৌরভ৷ এক ভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে আলোচনায় প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ বলেন, ‘আমি বিরাটকে এটা বলছি, কারণ তুমি বিরাট কোহলি৷ তোমাদের স্ট্যান্ডার্ড এখন অনেক উঁচু৷ যখন তুমি মাঠে খেলতে নামো৷ যখন তুমি দল নিয়ে মাঠে নামো, তখন আমি টিভিতে দেখব৷ তুমি প্রত্যাশা করো না প্রতিপক্ষকে অস্ট্রেলিয়া বলে ভালো খেলব৷’

সৌরভ আরও বলেন, ‘আমার কাছে এটা মনে হয়েছে, কারণ তুমি একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছো৷ আমি অন্যদের মতো নয়, তোমাকে স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে হবে৷’ ৪৮ বছরের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান তথা বোর্ড প্রেসিডেন্ট জানান, এই অতি মহামারীর মধ্যে তিনি কোহলিদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছেন৷ তাঁদের ফিটনেস নিয়ে খোঁজ নিয়েছেন৷

সৌরভ বলেন, ‘আমি কোহলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছি৷ ওকে বলেছি, তোমাকে ফিট থাকতে হবে৷ তোমরা কিন্তু ছ’মাস কোনও ক্রিকেট খেলোনি৷ দেখবে তোমার পেস বোলাররা যেন মাঠে নেমে চোট না-পায়৷ ওরা ট্রেনিং করছে৷ কিন্তু ট্রেনিং আর ক্রিকেট খেলা সম্পূর্ণ ভিন্ন৷ আমি নিশ্চিত, তোমার দলের সেরা বোলাররা সফরের জন্য ফিট এবং প্রস্তুত রয়েছে৷ শামি, বুমরাহ, পান্ডিয়া অস্ট্রেলিয়া মাটিতে নামার আগে ম্যাচ ফিট হতে হবে৷’

২০১৮ অস্ট্রেলিয়া সফরের থেকে এই সিরিজ আরও কঠিন হতে চলেছে বলেও জানিয়ে দেন সৌরভ৷ সেবার নির্বাসনের কারণে অস্ট্রেলিয়া দলে ছিলেন না দুই তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার৷ তবে আমাদের দলও শক্তিশালী বলেও মনে করেন সৌরভ৷

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :