জার্মানিতে করোনায় স্থগিত ৫০ হাজার ক্যানসার রোগীর অস্ত্রোপচার

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ১৫:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনার কারণে প্রায় ৫০ হাজার ক্যানসার রোগীর অপারেশন করা সম্ভব হয়নি৷ এ কারণে তাদের অনেকের জীবন হুমকিতে পড়তে পারে৷

জার্মানির এক ক্যানসার সহায়তা সংস্থার সিইও গ্যার্ড নেটেকোভেন সতর্কবাণী উচ্চারণ করে আউগ্সবুর্গার আলগেমাইনেন পত্রিকাকে বলেন, 'আমাদের বড় উদ্বেগ হলো, করোনার কারণে এসব অপারেশনই স্থগিত রাখার সিদ্ধান্ত ডাক্তারি দিক থেকে ন্যায্য ছিল না৷'

তিনি জানান, যেসব স্তন ক্যানসার রোগীর ফলোআপ পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাদের অবস্থার মারাত্মক পরিণতি হতে পারে এবং যাদের প্রাথমিক স্তন ক্যানসার শনাক্তকরণ হয়েছে, তাদের অবস্থাও জটিল হতে পারে৷

তিনি বলেন, 'আমরা আশঙ্কা করছি যে, যাদের রোগ নির্ণয় করতে অনেক দেরি হয়ে গেছে, তাদের জীবনও হুমকির মুখে পড়তে পারে৷'

বর্তমানে ক্যানসার সেন্টারগুলোতে করোনার কারণে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে৷ কিন্তু ক্লিনিকগুলোতে করোনা আক্রান্তদের চিকিত্সা ও বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা রাখার কারণে ক্যানসার রোগীদের প্রয়োজনীয় সব পরীক্ষা তাড়াতাড়ি করা সম্ভব হবে না৷

কোভিড -১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা থাকা জরুরি৷ তবে এই বিশেষ পরিস্থিতিতে ক্যানসার রোগীদেরও পর্যাপ্ত চিকিত্সা চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয় ক্লিনিক এবং বড় ক্যানসার কেন্দ্রগুলিকে একসাথে কাজ করার আহ্বান জানান গ্যার্ড নেটেকোভেন৷

ঢাকা টাইমস/১৫জুলাই/একে