উচ্ছ্বসিত পেপ, কটাক্ষ ক্লপের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ১৮:২২

উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ নির্বাসন থেকে ম্যানচেস্টার সিটির মুক্তি পাওয়া নিয়ে তর্ক শুরু হয়ে গেল। ম্যানসিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা উচ্ছ্বসিতভাবে এই রায়কে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, লিভারপুলের জার্গেন ক্লপ সমালোচনায় মুখর।

সোমবারেই ক্যাস (কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস) জানিয়ে দেয়, উয়েফার শাস্তি বলবৎ হবে না ম্যানসিটির উপর। অভিযোগ ছিল, তারা ‘ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’ মিনয়ম ভেঙেছেন। অর্থাৎ, আয়-ব্যয়ের হিসাবে গোলযোগ রয়েছে। কিন্তু উয়েফা এই অভিযোগের স্বপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেনি।

গুয়ার্দিওলা বলেছেন, তিনি আদালতের রায়ে অত্যন্ত খুশি। ‘আমরা পরেরবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারব। কারণ, আমরা কোনো অন্যায় করিনি। যা করেছি, সঠিক পদ্ধতিতে করেছি।’ দাবি করেছেন গুয়ার্দিওলা। যোগ করেছেন, ‘প্রমাণ হয়ে গেল, আমাদের ক্লাব নিয়ে অন্যরা যা সব কুৎসা রটানোর চেষ্টা করছিল, সেগুলোই মিথ্যা।’

যদিও লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুশি যে, ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। তবে এটা ফুটবলের জন্য ভালো দিন নয়। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে একটা ভালো ভাবনা এবং সেটা রয়েছে দলগুলিকে এবং প্রতিযোগিতাকে রক্ষা করার জন্য।’

টটেনহ্যামের ম্যানেজার জোসে মরিনহো বলেছেন, ‘ওরা যদি দোষীই না হবে, তাহলে আর্থিক ক্ষতিপূরণ হল কেন? আমি জানি না ম্যানচেস্টার সিটি দোষী কি না। কিন্তু যাই হোক, লজ্জাজনক সিদ্ধান্ত।’ আর্সেনাল কোচ আর্তেতা অবশ্য বলেছেন, ‘মাঠের মধ্যে ম্যানসিটির যা পারফরম্যান্স, তাতে ওদের চ্যাম্পিয়ন্স লিগ খেলাই উচিত।’

গুয়ার্দিওলা অবশ্য থামতে চাননি। বলেছেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, যদি অন্যায় কিছু করে থাকি, উয়েফার সিদ্ধান্ত মেনে নেব। আত্মপক্ষ সমর্থনের অধিকার আমাদের আছে। ক্যাসের কাছে গিয়ে আমরা সেটাই করেছি।’

এ বছরের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬ পর্বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম পর্বে ২-১ এগিয়ে রয়েছে। আগামী ৭ আগস্ট নিজেদের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে গুয়ার্দিওলার দল। ম্যানসিটিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল।

অনেকেই প্রশ্ন তুলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগে না খেললে তিনি আর থাকবেন কিনা। তা নিয়ে প্রশ্ন করা হলে গুয়ার্দিওলার জবাব, ‘আমি এখানে খুশি। তবে এ নিয়ে কথা বলার সময় এটা নয়।’

ক্লাবের আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘অন্য ক্লাব যে রকম টাকা খরচ করে, আমরাও সেরকমই করেছি। কোনও নিয়ম ভাঙিনি। আমরা এমন একটা ক্লাব, যারা মাঠে নেমে হেরে গেলে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ফিরে আসি। আমরা বলি, আমাদের চোখে চোখ রেখে লড়াই করো। ম্যাচে যা হবে, হবে।’

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :