ঠাকুরগাঁওয়ে শিশু জুলফিকার হত্যার বিচার চেয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ১৯:৪১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু জুলফিকার হাসান জয়কে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেছেন জুলফিকারের স্বজনরা।

এসময় জুলফিকারের মা অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে বালিয়াডাঙ্গী উপজেলার আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। জমি বিরোধের জের ছিল বলে তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। সরকারের কাছে ছেলের হত্যাকারীদের বিচার দাবি জানাচ্ছি। আর কারো মায়ের বুক যেন খালি না হয়।’

প্রতিবেশীরাও অবিলম্বে হত্যা মামলায় উল্লেখিত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২০ জুন রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী একই উপজেলার ভানোর বাঙ্গাটলী গ্রামের রহিত আলীসহ কয়েকজন মিলে শিশু জুলফিকারকে তুলে নিয়ে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়। এ ঘটনায় ২৯ জুন বালিয়াডাঙ্গী থানায় রহিত আলীসহ চযজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। তবে এখনও আসামিদের কেউ গ্রেপ্তার হয় নি।

ঢাকাটাইমস/১৫জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :