টিপস

ইনস্টাগ্রামে টিকটকের মতো ভিডিও পোস্ট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৭:৩৩

ইনস্টাগ্রামে টিকটকের মতো ভিডিও পোস্ট করা যায়। সম্প্রতি টিকটকের মতো ভিডিও পোস্ট করতে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে ইনস্টাগ্রাম। এই ফিচারের নাম রিলস।

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন কীভাবে?

খুব সহজেই ইনস্টাগ্রামে রিলস তৈরি করা যায়। এই জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিলস এনেবল করতে হবে। সব গ্রাহকের অ্যাকাউন্টে এখনও এই ফিচার পৌঁছায়নি। নির্বাচিত গ্রাহকদের এই ফিচার পাঠাচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। ধাপে ধাপে সব গ্রাহক এই ফিচার পেয়ে যাবেন।

রিল তৈরি করতে সহজ এই পদ্ধতি অনুসরণ করুন

স্টেপ ১। ইনস্টাগ্রাম ওপেন করুন।

স্টেপ ২। বাঁ দিকে উপরে ক্যামেরা আইকন সিলেক্ট করুন।

স্টেপ ৩। নিচে, স্টোরি, লাইভ ও রিল অপশন দেখতে পাবেন। এখানে রিল সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার আপনি ইনস্টাগ্রাম রিল ব্যবহার শুরু করিতে পারবেন। সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে।

স্টেপ ৫। ইনস্টাগ্রামে রিল রেকর্ড করতে নিচে বড় সাদা আইকনে ট্যাপ করুন। এই বাটনে ক্লিক করেই রেকর্ডিং বন্ধ করা যাবে।

স্টেপ ৬। রেকর্ডিং শুরুর আগে বাঁ দিকে প্যানেল থেকে বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে। ০.৩ এক্স থেকে ৩এক্স স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে।

স্টেপ ৭। ভিডিওতে এফেক্ট দিতে স্মাইলি বাটন সিলেক্ট করে ডান দিকে বড় সাদা আইকনে সোয়াইপ করুন। এখানে আপনাকে সব এফেক্ট দেখাবে।

স্টেপ ৮। যে কোন ক্লিপ রেকর্ড করার আগে তিন সেকেন্ড টাইমার দেবে ইন্সটাগ্রাম।

স্টেপ ৯। মিউজিক আইকন সিলেক্ট করে ভিডিওতে মিউজিক যোগ করতে পারবেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা