সিম্পটম থাকলেই আপনাকে আইসোলেশনে যেতে হবে

হাসান শাহরিয়ার কল্লোল
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৭:২১

কোনো একটা প্যানডেমিক বা মহামারির সময় সিম্পটম বা লক্ষণ দেখেই ডায়াগনসিস করার কথা।

সিম্পটম থাকলেই আপনি আইসোলেশনে যাবেন। পরে টেস্ট। এরপর যদি অবস্থা বেশি খারাপ হয় হাসপাতালে যাবেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও টেস্ট করানো যায়।

এমনকি রোগ সেরে গেলে নেগেটিভ হওয়ার ধারনাটাও ঠিক নয়। ‌ নেগেটিভ হতে কখনো ২১-২৮ দিন বা আরো বেশি সময় লাগতে পারে।

কিন্তু সাধারণত সিম্পটম আসার ১০ দিনের মধ্যেই মানুষ অসংক্রামক বা নন ইনফেকশাস হয়ে যায়। তার মানে আপনার থেকে অন্য মানুষের রোগ ছড়ানোর আশংকা থাকেনা।

সুতরাং টেস্টের পিছনে না দৌড়ে বরং যেকোনো সিম্পটম আসলেই আইসোলেশনে যেতে হবে। টেস্ট পজিটিভ আসার পর আইসোলেশনে গিয়ে আর তেমন কোনো লাভ নেই। ততদিনে আপনি আপনার বাড়ির সবাইকেই সম্ভবত ইনফেক্টেড করে ফেলেছেন!

লেখক: চিকিৎসক

ঢাকাটাইমস/১৬জুলাই/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :