করোনা জয় করলেন বিসিটিআই কর্মকর্তা এরফান

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ১৭:৩৮ | আপডেট: ১৬ জুলাই ২০২০, ১৭:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মহামারি করোনাভাইরাস জয় করলেন তথ্য মন্ত্রণালয় অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই)  খোন্দকার এরফান আলী।

বিসিটিআই'র পঞ্চম চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্সের কোর্স সমন্বয়ক খোন্দকার এরফান আলী জানান, তিনি করোনাকালেও নিয়মিত অফিস করে আসছিলেন। হঠাৎ তার শরীরে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে তিনি  ১৪ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারি ব্যবস্থাপনায় করোনা স্যাম্পল কালেকশন বুথে স্যাম্পল জমা দেন। ১৬ জুন ফলাফল পজেটিভ আসে। 

এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা গ্ৰহণ করেন এবং আইসোলেশনে থাকেন।

বিসিটিআই’র কর্তব্যপরায়ন কোর্স সমন্বয়ক খোন্দকার এরফান আলী দৃঢ় মনোবল নিয়ে করোনাকে পরাজিত করার যুদ্ধ শুরু করেন। শেষ পর্যন্ত তিনি করোনা যুদ্ধে সফল হন। তার  ৫ জুলাই তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে। ৯ জুলাই থেকে তিনি নিয়মিত অফিস করছেন।

এরফান আলী বাংলাদেশের একজন অ্যামেচার রেডিও অপারেটর।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এজেড)