কেন ফাস্ট বোলার হয়েছিলেন কপিল দেব?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৯:৩২

ভারতের পেস বোলিং অ্যাটাক বর্তমানে বিশ্বের যেকোনও দলকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। জ্যাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, উমেশ যাদবরা বিপক্ষ দলের যেকোনও ব্যাটসম্যানের কাছে ত্রাস সঞ্চার করতে পারেন। অথচ ভারতের মতো দেশ একসময় ছিল শুধুমাত্র স্পিননির্ভর। কাজ চালানোর মতো কিছু মিডিয়াম পেসার থাকত দলে। এমন পরিবেশ থেকেই কপিল দেবের বিস্ময়কর উত্থান। কেন তিনি ফাস্ট বোলার হয়েছিলেন? জানা গেল এতদিন পরে।

সাবেক ভারতীয় ওপেনার ডব্লিউভি রমনের সঙ্গে এক সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, ‘আমি সব সময় নেতিবাচক মানুষদের ভুল প্রমাণ করতে চেয়েছি! আর এভাবেই আমার ফাস্ট বোলিং এর শুরুটা হয়েছিল।’

সেই সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান, ‘আসলে যে ঘটনাটা পুরো বিষয়টাই পাল্টে দিয়েছিল তা হলো অনূর্ধ্ব-১৯ এর একটা ক্যাম্প। এক ক্যাম্পে এক কর্তার সঙ্গে তর্ক হয়েছিল আমার। তিনি বলেছিলেন, তুমি কি কর? আমি বলেছিলাম, আমি ফাস্ট বোলার। তার উত্তরে তিনি বলেন, ভারতে তো কখনও কোনও দিন ফাস্ট বোলার ছিল না! তিনি উৎসাহ না দিয়ে সেদিন আমাকে হতাশ করার চেষ্টা করেছিলেন। আর সেখান থেকেই আমি চ্যালেঞ্জটা নিয়ে ফেলি। নিজেই নিজেকে বলেছিলাম একদিন ফাস্ট বোলার হয়ে একে দেখিয়ে দেব।’

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :