জনগণের কল্যাণে আমৃত্যুকাল কাজ করে যাব- প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ০৩:৪৬

‘চলনবিলে সোঁতিজালের বিরুদ্ধে অভিযান চলছে। এরপরও বিলে ও নদীতে সোঁতিজালের বাঁধ দিয়ে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিগত ২০১৭ সালের মতো ভয়াবহ বন্যা মোকাবিলা করেছি। যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের কল্যাণে কাজ করছি। আমৃত্যুকাল কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেছেন।

পরে উপজেলার তেমুক নতুন সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর খোঁজ খবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

ঢাকাটাইমস/১৬জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :