ঈদে ঢাকাসহ চার জেলায় যাতায়াত বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:৪৫ | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ২০:৫৯
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল আজহার ছুটিতে সংক্রমণপ্রবণ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ পায়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এই অবস্থায় এ চার জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনা সংক্রমণ ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

এর আগে গতকাল বুধবার ঈদের আগে-পরে আট দিন গণপরিবহন বন্ধ থাকবে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে জানানো হয়, গণপরিবহন নয়, পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদে গণপরিবহনও চলবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এখনও ভাইরাসটির সংক্রমণ চরম পর্যায়ে রয়েছে।

রাজধানী ঢাকাসহ চার মহানগরে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। এজন্য কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি এর আগে এসব সিটিতে কোরবানির পশুর হাট না বসানোর সুপারিশ করে। তবে এসব এলাকায় কোরবানির পশুর হাট পুরোপুরি বন্ধ না করলেও সীমিত করা হয়েছে। কমানো হয়েছে হাটের সংখ্যা। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ওপর দেয়া হচ্ছে বিশেষ জোর।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :