যশোরে আরও ৫৮ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ২১:০৮

যশোরে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে জেলার ১৬১টি নমুনা পরীক্ষায় ৫৮টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য শিরিন নিগার জানান, বুধবার তাদের ল্যাবে মোট ২৯৫টি নমুনার করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬১টি। যার মধ্যে ৫৮টির পজেটিভ ফল আসে। এছাড়া মাগুরার ৫০টি নমুনা পরীক্ষায় ১১টি এবং সাতক্ষীরার ৮৪টি নমুনা পরীক্ষায় ২৪টির করোনা পজেটিভ রিপোর্ট এসছে। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দপ্তরে এসব ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ড. শিরিন নিগার।

যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মাউদ জানান, নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে পুরাতন ১২ জন রয়েছেন। এর মধ্যে জেলা ডেপুটি সিভিল সার্জন প্রতিভা ঘরাইয়ের স্বামীও রয়েছেন৷

ঢাকাটাইমস/১৬জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :