আল-আরাফাহ ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখা লকডাউন

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ২২:১৬

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

আল-আরাফাহ ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১০ জনেরই করোনা পজিটিভ হওয়ায় ব্যাংকটি লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের এনএস রোডস্থ থানামোড়ে ব্যাংকটির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও লালফিতা বেঁধে লকডাউন ঘোষণা করে জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসনের যৌথ টিম।

এসময় নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, গত সাত দিন ধরে ব্যাংকটির কর্মকর্তাদের করোনার লক্ষণ দেখা দেওয়ায় কুষ্টিয়া মেডিকেলের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ১৬ জন কর্মকর্তার মধ্যে ১০ জনেরই করোনা পজেটিভ রিপো্র্ট এসেছে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাংকটি লকউন করা হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেলের পিসিআর ল্যাবে জেলার ৭৭৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের।

ঢাকাটাইমস/১৬জুলাই/পিএল