খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৮

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০২০, ২৩:৫৯ | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ২৩:৪০

খুলনায় সন্ত্রাসীদের এলোপাতা‌ড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন গু‌লি‌বিদ্ধ হয়েছেন। আহত‌দের খুলনা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে দুজ‌নের অবস্থা আশঙ্কাজনক ব‌লে চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে নগরীর খানজাহান আলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- খানজাহান আলী থানার মশিয়ালী গ্রা‌মের ইউনুস শে‌খের ছে‌লে গোলাম রসুল শেখ (৩০) ও মৃত বা‌রিক শেখের ছে‌লে নজরুল শেখ ওর‌ফে নজু ফ‌কির (৫৫)। আহতরা হ‌লেন, খানজাহান আলী থানা‌র ম‌শিয়ালী গ্রা‌মের মৃত শ‌রিয়ত উল্লাহ ‌শে‌খের ছে‌লে আফসার শেখ (৬৫), রজব আলী শেখের ছে‌লে ইব্রা‌হিম শেখ (২৬), নজরুল শে‌খের ছে‌লে জু‌য়েল শেখ (৩৫), মৃত আলকাস শে‌খের ছে‌লে রানা শেখ (২২), আফসার শে‌খের ছে‌লে র‌বি শেখ (৪০), আকরাম শে‌খের ছেলে শামীম শেখ (২৫), সাইদুল শে‌খের ছে‌লে সাইফুল ইসলাম (২৭), অাকতার শে‌খের ছে‌লে সুজন শেখ (২৩)। হতাহতরা সবাই একই বংশের লোক।

হতাহতদের স্বজনরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে গু‌লি রে‌খে ম‌জিবার শেখ নামে একজন‌কে পু‌লিশে ধ‌রি‌য়ে দেয় প্রতিপক্ষরা। ওই ঘটনার জের ধ‌রে রাত সা‌ড়ে ৮টার দিকে তর্ক-বিত‌র্কের একপর্যা‌য়ে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। এসময় প্রতিপক্ষ ওই এলাকার জাফ‌রিন শেখ, জাকা‌রিয়া শেখ, মিল্টন শেখের নেতৃ‌ত্বে সন্ত্রাসীরা গু‌লি চালায়। ঘটনাস্থ‌লেই দুজন নিহত হয়। আহত‌ আটজনকে উদ্ধার ক‌রে খু‌মেক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

এ ‌বিষ‌য়ে খানজাহান আলী থানার ওসি শ‌ফিকুল ইসলাম জানান, দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষের খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। হতাহতদের হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে অ‌ভিযান চল‌ছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :