নাটকের নামের দিকে নজর দেওয়া দরকার

নিথর মাহবুব
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১০:৪৫

আসছে ঈদের জন্য তৈরি হওয়া বেশির ভাগ নাটকেরই মনে হয় ইংরেজীতে নামকরণ করা হয়েছে। কিছু ইংরেজি নাম আছে অদ্ভুৎ। এসব নাটকের নাম শুনলে মনে হয় আউলফাউল দর্শকদের জন্য নাটক বানানো হয়েছে। কিন্তু টিভি মিডিয়াটাতো পারিবারিক দর্শকদের জন্য।

নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে নাটকের নামের দিকে গুরুত্ব দেওয়া দরকার, রুচিশীল এবং সুন্দর নামকরণ দরকার। বুঝতে পারছি না; এটাকী ঘরে থাকতে থাকতে নাট্যকারদের মনে করোনা পরিস্থিতির প্রভাব না বাণিজ্যিক কারণে নাট্যকাররা নাটকের এমন উদ্ভট ইংওেরজি শব্দে নামকরণ করতে বাধ্য হচ্ছে?

অযৌক্তিক কারণে বাংলা নাটকে ইংরেজী নামকরণের উপর সরকারী ভাবে নিষেধাজ্ঞা জারি করা উচিৎ। টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো এই বিষয়টা নিয়ে ভাববে আশা করছি।

বিশেষ করে নাট্যকারদের সংগঠনটির এই বিষয়টি দেখা উচিৎ। তা না হলে নাট্যকারাদের ইমেজ দিনে দিনে হালকা হতে থাকবে।

লেখক: সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী

ঢাকাটাইমস/১৭জুলাই/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :