বেড়েই চলছে ফরিদপুরের পদ্মার পানি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১৪:০৪

বেড়েই চলছে ফরিদপুরের নদ-নদীর পানি। গত ২৪ ঘন্টায় ফরিদপুরের পদ্মার গোয়ালন্দ পয়েন্টে আরও ১৫ সে.মি পানি বেড়ে বিপদসীমার ৯৮ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে জেলার ৩০টি ইউনিয়নে দেড় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম থেকে শহরের আসা সড়ক যোগাযোগ।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ইতোমধ্যে জেলা সদর থেকে চরভ্রদাসন ও সদরপুর উপজেলার যাওয়ার সড়টির কয়েক স্থানে পানিতে নিমজ্জিত হয়েছে। দুগর্তদের মাঝে শুকনা খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতি নদী সংলগ্ন আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়ন।

চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, এ উপজেলার অধিকাংশ পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ইতোমধ্যে উপজেলার ৪০০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সরকারিভাবে আমরা বন্যা দুর্গতদের খাদ্য সহায়দা দেওয়া শুরু করেছি।

ঢাকাটাইমস/১৭জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :