কুমেক হাসপাতালে করোনায় এক মৃত্যু, উপসর্গে আরও তিন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১৫:৩০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ফাতেমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার লেয়াকত আলীর মেয়ে। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে দুইজন এবং আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- কুমিল্লার শুভরামপুর এলাকার আয়াত আলীর ছেলে শামছুজ্জামান (৫০), মুরাদনগর উপজেলার রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (৫৯) এবং কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার একমত উল্লাহর মেয়ে মমতাজ বেগম (৫৩) ।

শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন মোয়াজ্জেম এসব তথ্য জানান।

প্রসঙ্গত, এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু হওয়া ২১১ জনের মধ্যে করোনা পজিটিভ ৬৯ জনের।

জেলা সিভিল সার্জন অফিসের হিসেব অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত ৪৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭১২ জন। মৃত্যু হয়েছে ১২৮ জনের।

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :