তাড়াশে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষককে ভ্যান দিলেন সাংসদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১৫:৫৩

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে ঘর পোড়া কৃষককে অটোভ্যান দিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

শুক্রবার সকালে তাড়াশ পৌর শহরের ঘোষপাড়ায় সাংসদের বাসভবনের সামনে আগুনে পুড়ে যাওয়া কৃষকের হাতে অটোভ্যানে তুলে দেন। আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক সেরাজুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া হরিনাম পুকুরপাড়া গ্রামের বাসিন্দা।

অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি তার নিজস্ব অর্থায়নে সেরাজুল ইসলামের আয়ের উৎস হিসেবে অটোভ্যান উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক শামীম আহাম্মদ আকাশ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৫ মে ভোরে অটোভ্যান চার্জ থেকে আগুন লেগে তার বসতবাড়িসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অটোভ্যানই ছিল সেরাজুল ইসলামের একমাত্র আয়ের উৎস।

(ঢাকাটাইমস/১৭জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :