বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ফিরলেন ৪০৯ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৯:০১ | প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১৮:৪০

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবে আটকা পড়া ৪০৯ জন বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে আজ শুক্রবার দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।

সৌদি থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার তথ্যটি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি জানান, শুক্রবার ৪০৯ বাংলাদেশিকে সৌদি থেকে নিয়ে আসা বিমানের বিশেষ ফ্লাইটটি সকাল ৮টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এই অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসছেন। ইতোমধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, ইতালি, মালদ্বীপ, নেপাল ও বাহারাইনসহ আরও অন্যান্য দেশে থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :