রোহিত-স্মিথ-রুটকে ফিরিয়ে হ্যাটট্রিক করতে চান নাসিম

প্রকাশ | ১৭ জুলাই ২০২০, ১৯:৩৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত ফেব্রুয়ারিতে নিজ মাঠ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ম্যাচে হ্যাটট্টিক করেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। সবচেয়ে কম মাত্র ১৭ বছর বয়সে হ্যাটট্টিক করে রেকর্ড গড়েন তিনি। ওই হ্যাটট্টিকে উৎসাহি হয়ে আরও বড় স্বপ্ন দেখছেন এই ডানহাতি পেসার। ‘স্বপ্নের হ্যাটট্টিকের’ কথা জানালেন নাসিম।

কোন-কোন ব্যাটসম্যান পরপর তিন বলে আউট করে ‘স্বপ্নের হ্যাটট্টিকটি’ করতে চান তা জানালেন নাসিম। তিনি জানান, ভারতের রোহিত শর্মা-অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ইংল্যান্ডের জো রুটকে পরপর তিন বলে আউট করে স্বপ্নের হ্যাটট্রিকটি করতে চান।

কেন রোহিত-স্মিথ ও রুটকে হ্যাট্টিক করার জন্য বেছে নিয়েছেন সেটিও জানালেন নাসিম। তিনি বলেন, ‘ভারতের রোহিত সব ধরনের শট খেলার সক্ষমতা রাখে। শর্ট বল, গুড লেংথ বল, সব ধরনের ডেলিভারি খুব ভালো খেলতে পারেন তিনি। তার রেকর্ডই তার হয়ে কথা বলে। রোহিতের উইকেট পাওয়াটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

অস্ট্রেলিয়ার স্মিথকে টেকনিকের জন্য বেশি পছন্দ নাসিমের। তিনি বলেন, ‘স্টিভেন স্মিথের ব্যাটিং টেকনিক সবার থেকে আলাাদা। তাকে আউট করাটা কঠিন এক কাজ। তবে তা করতে পারলে দারুণ হবে। সে ফর্মে থাকলে, তাকে আউট করা সবার জন্যই কঠিন। তবে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারলে, কঠিন কাজও সম্ভব।’

ইংল্যান্ডের রুট ঠান্ডার মেজাজের খেলোয়াড় বলে মন্তব্য করলেন নাসিম। আর এই ব্যাটসম্যানকেই আউট করতে চান তিনি, ‘রুটের কথা কী বলব। দারুণ এক খেলোয়াড়। শান্ত মেজাজের খেলোায়াড়। পরিস্থিতি বুঝে খেলতে পারে সে। তাকে আউট করাটাও খুব কঠিন কাজ। এজন্যই তাকে রেখেছি তালিকায়। কারণ কঠিন ব্যাটসম্যানদের আউট করাটাই চ্যালেঞ্জের।’

তবে রোহিত-স্মিথ বা রুট, তিনটি ভিন্ন দেশের হয়ে খেলে থাকেন। তাদের একই দলে খেলার সম্ভাবনা খুবই কম। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোন টুর্নামেন্ট হলে নাসিমের স্বপ্ন পূরণের সুযোগ আসতে পারে।

(ঢাকাটাইমস/১৭ জুন/এসইউএল)