ফেসবুকে ঢাকাটাইমস সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ গোপালপুর আ.লীগের

প্রকাশ | ১৭ জুলাই ২০২০, ২১:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দৈনিক ‘ঢাকা টাইমস’, অনলাইন নিউজ পোর্টাল   ‘ঢাকাটাইমস২৪.কম’ ও  সাপ্তাহিক ‘এই সময়’-এর সম্পাদক আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। শুক্রবার সকাল ১০টায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা হয়।

সভায় বক্তারা বলেন, ‘জনপ্রতিনিধি না হয়েও ফরিদপুর-১ আসনে জনসেবা করে আরিফুর রহমান দোলন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই একটি মহল ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ফায়দা লুটতে বিভিন্ন ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন কথা লিখে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আরিফুর রহমান দোলন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান।

বক্তারা রটনাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘ষড়যন্ত্র ও কুৎসা রটিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। ভালো কাজ করুন, তাহলে জনগণ আপনাদের সাথে থাকবে- নাহলে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।’

তারা আরও বলেন, ‘অপপ্রচার ও ষড়যন্ত্র করে  কখনো জননেতা আরিফুর রহমান দোলনকে দমিয়ে রাখতে পারবেন না।’

গোপালপুর আওয়ামী লীগের সভাপতি  মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের পরিচালনায় এ প্রতিবাদ সভায় হয়।

সভায় বক্তব্য দেন- ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরী বেগম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন শেখ, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির শেখ, সাধারণ সম্পাদক জামাল সরদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম লাভু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএ)