করোনামুক্ত মাশরাফির স্ত্রী

প্রকাশ | ১৮ জুলাই ২০২০, ১১:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জুন মাসের ২১ তারিখ করোনায় আক্রান্ত হন বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির পর তার ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনা পজিটিভ হন। দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফিসহ গোটা পরিবার। তিন দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফি ও ছোট ভাই মোরসালিন।

তবে দ্বিতীয়বার পরীক্ষায় স্ত্রী সুমির পজিটিভ ফলাফল আসায় কিছুটা উদ্বিগ্ন ছিলেন মাশরাফি, দোয়া চান দেশবাসীর কাছে।

অবশেষে গতকাল (১৭ জুলাই) মাশরাফীর স্ত্রী সুমনা হক ফেসবুক পোস্টে জানান, তিনি করোনা মুক্ত হয়েছেন। শুকরিয়া জানান সৃষ্টিকর্তার নিকট।

‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং আমার জন্য যারা দোয়া করেছেন।’

করোনা আক্রান্ত হবার পর সবাই বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। গত ২১ জুন মাশরাফির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলে দুই ছেলে-মেয়ে হুমায়রা ও সাহেলকে নড়াইলে দাদা বাড়ী পাঠিয়ে দেয়া হয়।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় মাশরাফি বিন মুর্তজাকে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে স্থানীয়দের জন্য চোখে পড়ার মতো কার্যক্রম করেছেন।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এআইএ)