খুলনার সাবেক সাংসদ মো. আশরাফ হোসেন আর নেই

প্রকাশ | ১৮ জুলাই ২০২০, ১২:১৪ | আপডেট: ১৮ জুলাই ২০২০, ১৩:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ক্যান্সারে আক্রান্ত খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব (বহিষ্কৃত) মো. আশরাফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, বাদ যোহর তার রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আশরাফ হোসেন দেশের প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন। শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি।

এক সময়ের এ বিএনপি নেতা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১ পর তিনি বিএনপি থেকে সরে আসেন। সংস্কারপন্থি হওয়ার অভিযোগ থাকায় দল থেকে বহিষ্কার হন। এরপর রাজনীতি থেকে তিনি নিজেকে গুটিয়ে  রাখেন।

ঢাকাটাইমস/১৮জুলাই/ইএস