অদৃশ্য কারাগার থেকে মুক্তি দাও করোনা

তাসমিয়া তহুরা
| আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৬:০৫ | প্রকাশিত : ১৮ জুলাই ২০২০, ১৪:২৬

অসহ্য যন্ত্রণায় মনের ভেতরটা শূন্য মরুদ্দানের মতো খা খা করছে। করোনা নামক অদৃশ্য জীবাণুর আতংকে চার দেয়ালে আটকে আছি।

তোমায় উপলব্ধি করে কাটছে সময়। দিন থেকে রাত হৃদ গহীনে তুমিই আছো। ঘর থেকে বের হতে পারছি না─ উপেক্ষা করে যাচ্ছি আমার সমস্ত অভিলাষ।

বন্দী জীবনে বন্ধ হয়ে আসা ফুসফুস─ ঠিকমতো শ্বাস-প্রশ্বাস নিতেও পারছে না! মুক্তি চাই, মুক্তি। হে করোনা, আমাকে মুক্ত করে দাও─ চষে বেড়াতে চাই প্রেমিকের এপিঠ-ওপিঠ।

কংসের তীর; এপার-ওপারের স্নিগ্ধ হাওয়া, মাঠের পর মাঠ সবুজ ঘাসের বুকে একখন্ড শিশির বিন্দু। ভাবনায় হারিয়ে যাই,আমার মনের উঠোনে জাগায় নিরেট সজীবতা।

এ যেনো এক ধ্বংসের স্তূপ থেকে আবারো জেগে ওঠা। আমাকে মুক্ত করে দাও, মুক্তি দাও। আমার অশ্রুভেজা চোখ পুলকিত হোক প্রেমিকের আলতো স্পর্শে।

প্রকৃতি আমার প্রেম, সবুজের সমারোহ কাজলরেখার মায়া। জড়িয়ে যাক আমার কালো আঁখিজুড়ে।

সংবাদটি শেয়ার করুন

মুক্তমত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :