৪৫ বছর আগের ইতিহাস মনে করালেন সিবলি-স্টোকস

প্রকাশ | ১৮ জুলাই ২০২০, ১৯:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন (শুক্রবার) সেঞ্চুরি করেন ইংল্যান্ডের ডম সিবলি ও বেন স্টোকস। দুজনই সেঞ্চুরির ইনিংস খেলে থামেন। সিবলি ৫৫৬ মিনিটে ৩৭২ বলে ১২০ ও স্টোকস ৪৮৭ মিনিটে ৩৫৬ বলে ১৭৬ রান করেন।

নিজেদের ইনিংস সাজাতে সিবলি ও স্টোকস দুজনই সাড়ে তিনশ বা তার বেশি বল মোকাবেলা করেছেন। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ সাড়ে ৩০০ বা তার বেশি বল মোকাবেলা করে দুই ব্যাটসম্যানের ইনিংস সাজানোর ঘটনা ঘটেছিল ১৯৭৫ সালে। তাই ৪৫ বছর পর পুরোনো রেকর্ডের জন্ম দিলেন সিবলি ও স্টোকস।

সিবলি ও স্টোকসের আগে এক ইনিংসে একত্রে সাড়ে তিনশ বা তার বেশি বল মোকাবেলা করেছিলেন মাইক ডেনেস ও কেইথ ফ্লেচার। তাও দুবার। ১৯৭৫ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও একই বছর অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সাড়ে তিনশ বা তার বেশি বল করে ইনিংস সাজিয়েছিলেন ডেনেস ও ফ্লেচার।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এসইউএল)