টাঙ্গাইলে একই পরিবারের চারজন খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০২০, ২৩:২৬

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নিহত ওসমান গণি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদি হয়ে এ মামলা করেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলাটি অধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই চাঞ্চল্যকর এই হত্যাগুলোর রহস্য উন্মোচন হবে।

এদিকে শনিবার সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ৯টার দিকে মধুপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার (মাস্টারবাড়ি) একতলা একটি বাসা থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার ভ্যান রিকশা ব্যবসায়ী ওসমান গনি মিয়া, তার স্ত্রী তাজিরন বেগম, ছেলে তাইজুল ও মেয়ে সাদিয়া।

পুলিশের ধারণা, আরও দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কুড়ালও উদ্ধার করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :