ছয় মাসে ৬৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে আটক করেছে ইসরায়েল

প্রকাশ | ১৯ জুলাই ২০২০, ০৯:০৪ | আপডেট: ১৯ জুলাই ২০২০, ১১:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

গত ছয় মাসে ৬৯ জন ফিলিস্তিনি নারী ও কন্যাশিশুকে আটক করেছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দিবিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র রিয়াদ আল আশকার এ তথ্য জানিয়েছেন। খবর পার্সটুডের।

শনিবার রিয়াদ আল আশকার এক বক্তব্যে বলেন, ফিলিস্তিনি নারীদের আটক করার সময় কোনো বাছবিচার করে না ইসরায়েলি সেনারা। এমনকি তারা বৃদ্ধা এবং অসুস্থ নারীদেরও ধরে নিয়ে যেতে দ্বিধা করে না।

তিনি বলেন, ফিলিস্তিনি নারীরা যাতে কোনো ধরনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে অংশ না নেন সেজন্য তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আটক করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট দিলেও তাদেরকে আটক করা হয় বলেও জানান তিনি।

ফিলিস্তিনের বন্দিবিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র বলেন, বর্তমানে ইসরায়েলি কারাগারে ৪১ ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। এদের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এবং বাকি ১৬ জন বিনা বিচারে আটক রয়েছেন।

তিনি জানান, ইসরায়েলের কারাগারে বর্তমানে ৪৮০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন যাদের মধ্যে ১৭০ জন শিশু ও বৃদ্ধ।

ঢাকা টাইমস/১৯জুলাই/একে