জায়েদকে বয়কট-মিশাকে সতর্কে ফারুকের ক্ষোভ

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৬:৩৮ | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ০৯:৫১

চলচ্চিত্র স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট এবং সভাপতি মিশা সওদাগরকে সতর্ক করেছে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ অপরাপর সংগঠন। এতে টালমাটাল আর অনিশ্চয়তায় পড়েছে চলচ্চিত্রাঙ্গণ। চোখে-মুখে হতাশা দেখছেন অন্য শিল্পীরা।

সেই হতাশায় কিছুটা হলেও অভিভাবকতুল্য কথা বলেছেন বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। পাশাপাশি জায়েদ খানকে বয়কট এবং মিশাকে চিঠি দিয়ে সতর্ক করার ঘটনায় তিনি ক্ষোভও প্রকাশ করেছেন।

এক ভিডিওবার্তায় ‘সুজন সখি’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘একটা কথা বলতেই হয়, শিল্পীদের অবাঞ্ছিত করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। শিল্পীরা তাদের নিজস্ব পৃথিবী তৈরি করেন। সেই পৃথিবীতে বাস করেন। তাদের কোনো বর্ডার নেই। যারা বলেন শিল্পীদের বয়কট করেছি, তাদের মতো মূর্খ লোক পৃথিবীর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা উচিত নয়।’

তিনি বলেন, ‘ব্যাপারটা আমার ব্যক্তিগত না। তার পরও আমার লাগে, কারণ আমি শিল্পী। প্রযোজক-পরিচালকসহ যারা জায়েদকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা ভুলে গেছেন, আমি ওই ১৮ সংগঠনের প্রধান। প্রযোজক নেতাদের মধ্যে না হয় বিএনপির লোকজন ভরা, তাই বলে গুলজার কি পারতো না বিষয়টির সমস্যা কাঁধে তুলে নিয়ে আমাকে একবার জানাতে?‘

ফারুক বলেন, ‘এই কারোনাকালে হুট করেই অনেক আগের একটা প্রসঙ্গ তুলে জায়েদ খানকে তারা বয়কট করলো। কাজটি সঠিক করেছে বলে আমি মনে করি না। বলছি না জায়েদ দোষত্রুটির ঊর্দ্ধে। পৃথিবীর কেউই ধোয়া তুলসী পাতা নয়, ভুল ওর থাকতেই পারে। তাই বলে বলা নেই কওয়া নেই, হল খোলার খবর নেই, ঠিকমত শুটিং হচ্ছে না, শিল্পী টেকনিশিয়ানরা অর্ধাহারে দিন কাটাচ্ছে এর মধ্যে বয়কট বয়কট খেলা? এটা কি ভালো উদাহরণ হলো ‘

‘সারেং বউ’ খ্যাত অভিনেতা বলেন, ‘জায়েদ অন্যায় করলে সেটা নিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এখানে কিন্তু তারা সেটা করেনি। আমার কাছে তাই পরিষ্কার মনে হচ্ছে, চলচ্চিত্রাঙ্গনকে অস্থির করতে সংগঠনগুলোতে ঘাপটি মেরে থাকা বিএনপির অনুসারীদের সঙ্গে হয়তো জোট বেধেছে দালালশ্রেণি। আসলে এসব চক্র কখনই ইন্ডাস্ট্রির ভালো কিছু চায়নি।’

নায়ক বলেন, ‘আজকেপ্রযোজক নেতারা এত বড় বড় কথা বলছে, কই তারা তো ছবি বানাচ্ছেন না। তারা তো সেটা করছেই না বরং পরিচালক সমিতিকে এখন ব্যবহার করছেন। পরিচালক সমিতি বুঝে হোক বা না বুঝে হোক ব্যবহার হচ্ছে। এটা দুঃখজনক। আলোচনা করেই যেখানে সমস্যার সমাধান সম্ভব, সেখানে এই পরিস্থিতিতে জায়েদকে বয়কটের সিদ্ধান্ত আমাকে খুব কষ্ট দিয়েছে।’

ঢাকাটাইমস/১৯জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :