নতুন ধারাবাহিকে অভিনেত্রী মিম চৌধুরী

প্রকাশ | ১৯ জুলাই ২০২০, ১১:২৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদুল আযহায় উপলক্ষে নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ করবেন এ প্রজন্মের অভিনেত্রী মিম চৌধুরী। এই নাটকটির নাম ‘মামা-ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে’। মহিন খানের রচনায় এই ধারাবাহিকটি পরিচালনা করবেন কাজী সাইফ আহমেদ।

জানা গেছে, এই ধারাবাহিকটির শুটিং শুরু হবে ২২ জুলাই থেকে। ই-ভ্যালি নিবেদিত ধারাবাহিকটি নির্মিত হচ্ছে এসজে মোশন পিকচার্স-এর ব্যানারে। এতে মিম ছাড়াও আরও অভিনয় করছেন সাজু খাদেম, ফারিয়া শাহরিন, তানভীর মাসুদ প্রমুখ।

এ প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, 'নাটকের গল্পটি বেশ মজার। বলতে পারেন, গল্প আর চরিত্রের টানেই করোনার ভয় নিয়েও কাজটি করা।'

উল্লেখ্য, বিজ্ঞাপন, উপস্থাপনা, নাটকের পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেছেন মিম চৌধুরী। শাকিব খানের ‘ভালোবাসা এক্সপ্রেস’ ছবিতে দেখা গেছে তাকে।

ঢাকাটাইমস/১৯জুলাই/এলএম/এসকেএস