অক্সিজেন ইউনিট চালুর সহযোগিতা চেয়েছেন নালিতাবাড়ীর ইউএনও

সুজন সেন, শেরপুর
| আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৫:০৮ | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ১৪:০৯

শেরপুরের নালিতাবাড়ীর ইউএনও আরিফুর রহমান করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু করতে চান। এ জন্য তিনি সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে কিছু টাকার সংস্থানও করেছেন। পাশাপাশি জনসাধারণেরও সহযোগিতা কামনা করে তিনি নিজের ফেসবুক ও ইউএনও নালিতাবাড়ী পেইজে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় নালিতাবাড়ীবাসী, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু করতে চাই। করোনার এই দুঃসময়ে কার কখন প্রয়োজন হয় তা আল্লাহপাক ভালো জানেন। আমি এডিপি থেকে এক লাখ টাকার ব্যবস্থা করেছি। আমরা নালিতাবাড়ীর জনগণ যদি এগিয়ে আসি, তাহলে এই ইউনিট চালু করা কোনো কঠিন কাজ নয়। সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহপাক সকলকে ভালো রাখুন। আমীন।’

তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে সায়েদুল ইসলাম নামে একজন ওই পোস্টে মন্তব্য করেন, ‘অনেক ভালো একটি উদ্যোগ স্যার, আপনার মাধ্যমে উপজেলাবাসী খুবই উপকৃত হবে।’

এমএ হান্নান লেখেন, ‘আপনার উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি, একজন ক্ষুদ্র মানুষ হিসেবে। সাধ্য অনুযায়ী যেকোন ধরনের সহযোগিতা করতে পারলে নিজেকে ধন্য মনে করব।’

ইমারসন পোদ্দার লেখেন, ‘প্রশাসনিক কর্মকর্তা অনেকেই আসছেন আমাদের এই নালিতাবাড়ীতে সেবা দান করার জন্য কিন্তু আপনি স্যার বিরল এবং ব্যতিক্রম। আপনার উদ্যোগ যেন সফল হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভাল থাকবেন এবং নিজের যত্ন নিবেন।’

ঢাকাটাইমস/১৯জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :