করোনার উপসর্গে ‘আজকের সাতক্ষীরা’ সম্পাদকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ১৯:২৯

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক ‘আজকের সাতক্ষীরা’ সম্পাদক মহসিন হোসেন বাবলু করোনার উপসর্গ নিয়ে শনিবার রাত সোয়া ১টার দিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের মুনসুর আলীর ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স। তিনিও জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন।

মৃতের স্বজনরা জানান, মহসিন হোসেন বাবলু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েক দিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী মর্জিনা খাতুনও জ্বরে ভুগছেন। শনিবার রাত একটা ২০মিনিটে বুকে ব্যথা অনুভুত হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বলেন, মহসিন হোসেন বাবলুর নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লকডাউন করা হবে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :