শিশু-কিশোরদের নিয়ে বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ২০:১১

দেশের শিশু-কিশোরদের নিয়ে বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। তিনদিনের এই আয়োজন রবিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মনির হাসান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নিবার্হী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের আহ্বায়ক ড. মুশতাক ইবনে আয়ূব। এছাড়া যুক্ত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর ট্রাস্টি বোর্ডের সদস্য ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উপাচার্য ড. পারভীন হাসান

রবিবার বিকালে জুম প্লাটফর্মে কংগ্রেসের সমাপনী হয়। কংগ্রেস ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৫২ জনকে বিজয়ী করা হয়েছে। বিজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :