পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ পেলেন জাকির হোসেন

প্রকাশ | ১৯ জুলাই ২০২০, ২১:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রেষণে নিয়োগ পেলেন ড. কাজী মো. জাকির হোসেন।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক কাজী জাকির হোসেন বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষার্থী এরআগে সরকারি দেবেন্দ্র কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/বিইউ/জেবি)