ঈশ্বরদী ইউএনওর স্ত্রীসহ করোনায় নতুন আক্রান্ত ১৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ২৩:৩২

পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের স্ত্রী কামরুন্নাহার, ঈশ্বরদী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আফরোজ বেগম ও তার স্বামী মোস্তাফিজুর রহমানসহ আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহী ল্যাব হতে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে রবিবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোট ৬৩ জনের করোনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জনের ফলাফল পজিটিভ এসেছে। মাহাতাব কলোনির ইজাহার আলীর রিপোর্ট আজ পাওয়া গেলেও তিনি গত ১৭ জুলাই রাতে নিজ বাড়িতে মারা গেছেন।

আক্রান্ত অন্যান্যরা হলেন- পাকশীর যুক্তিতলার সাগর, সলিমপুরের শহিদুল হক ও সাইদুল হক, সাহাপুরের আমজাদ হোসেন, কারিগর পাড়ার সোহাগসহ আরো কয়েকজন। এদের ঠিকানা পাওয়া যায়নি। ফোন করে তাদের সকলকে তথ্যগুলো জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :