তুরাগে গোসলে নেমে দুই কিশোর নিখোঁজ

প্রকাশ | ১৯ জুলাই ২০২০, ২৩:৪৫

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ রয়েছে দুই কিশোর। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে ভিড় করেছেন শতশত এলাকাবাসী।

নিখোঁজ কিশোররা হলো, সিটি করপোরেশনের টান কড্ডা এলাকার রবীন্দ্র নাথ মোহন্তের ছেলে দুর্জয় নাথ মোহন্ত এবং নাওজোর এলাকার আবু সাইদের ছেলে শাকিব।

পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টার দিকে কড্ডার তুরাগ নদীতে রাবারের টিউব নিয়ে গোসল করতে নামে ৬ কিশোর। এক পর্যায়ে পানির তীব্র স্রোতে টিউব উল্টে গেলে দুর্জয় এবং শাকিব পানিতে তলিয়ে যায়। এসময় সাঁতরে তীরে ওঠেন তাদের সঙ্গী মিজান, আসিফ, ইসমাইল এবং ইয়াসিন। পরে তারা নিখোঁজ কিশোরদের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে  গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরদের উদ্ধারে অভিযানে নামে। তবে বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজ কিশোরদের কোন হদিস জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে বাসন থানা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই কিশোরের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে পানির তীব্র স্রোতের কারণে ডুবুরি দলকে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএ)