কুমিল্লা মেডিকেলে করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু

প্রকাশ | ২০ জুলাই ২০২০, ১৩:০০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত ও লক্ষণ-উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় দুই নারীসহ আরও তিনজন মারা গেছেন। হাসপাতালের আইসিইউতে এক করোনা আক্রান্ত নারীসহ দুইজন এবং আইসোলেশন ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কুমেক হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই নারীসহ আরও তিনজন মারা গেছেন। তারদের মধ্যে শিল্পী (৪৬) নামে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফরিদউদ্দিনের মেয়ে।

এছাড়া উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার ফরিদউদ্দিনের মেয়ে বিলকিস বেগম (৬৫) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল মুজিদের ছেলে খোরশেদ আলম (৬৫)।

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৯ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৯১৩ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৮১৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন।

ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/এমআর