বাজার ভালো হওয়ায় আনন্দিত শিবচরের পাটচাষিরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০২০, ১৩:৩৯ | প্রকাশিত : ২০ জুলাই ২০২০, ১৩:০২

‘পাটের বীজ বপন করার পরপরই বৃষ্টি শুরু হয়। ফলে আশানুরূপ চারা জন্মায়নি। চিন্তার ভাঁজ কপালে নিয়েই পাতলা পাটের যত্ন নিচ্ছিলাম। কিন্তু বাজার ভালো হওয়ায় মোটা অঙ্কের দর পাচ্ছি, এখন বেশ ভালো লাগছে।’ এসব কথা বলছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার পাটচাষি আলমগীর জঙ্গি।

উপজেলার পাটের জন্য সর্ববৃহৎ বাজার মাদবরচর হাট সূত্রে জানা গেছে, বিরূপ আবহাওয়ায় পাটের ফলনে বিপর্যয় ঘটলেও উঁচু স্থানের পাট ভালো হয়েছে। বৃষ্টি সংক্রান্ত সমস্যার কারণে নিচু জায়গায় ফলন ভালো হয়নি। ফলন ভালো হলে এ বছর আরো বেশি লাভবান হতেন চাষিরা। তবে বিগত বছরের তুলনায় এ বছর পাটের দাম ভালো যাচ্ছে বলে কৃষকরা আনন্দিত।

উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক সিরাজ হাওলাদার জানান, বাজারে বর্তমানে প্রতিমন পাটের দর ২০০০/২১০০ টাকা রয়েছে। পাট কাটা প্রায় শেষ পর্যায়ে হলেও অনেক পাট জাগে রয়েছে। এসব বাজারে আসতে আসতে পাটের দাম কমে যাওয়ার সম্ভাবনাও আছে। দাম কমে গেলে পাট চাষে আগ্রহ হারাবে কৃষকরা।

এদিকে বাদশাহ শেখ নামে এক চাষি বলেন, ‘আমি বেশ কয়েক বিঘা পাট বপন করেছিলাম। কিন্তু তা পদ্মায় ভেসে গেছে। অল্প কিছু আছে, তাও বন্যার পানির জন্য কামলা পাওয়া যায়না, গেলেও দাম বেশি চায়।’

অন্যদিকে কুতুবপুর ইউনিয়নের কুদ্দুস মাদবর বলেন, ‘পাট অঘনীভূত হলেও বন্যার পানিতে জাগ দিয়ে শান্তি পাচ্ছি।’

এ বিষয়ে শিবচর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, শিবচরে অন্তত সহস্রাধিক কৃষক পাট চাষের সঙ্গে জড়িত। চলতি বছর উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ঢের ধরা হলেও প্রায় ১৩৯৮০ হেক্টর জমিতে দেশি, তোষা ও মেস্তা জাতের পাট চাষ হয়েছে।

ঢাকাটাইমস/২০জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :