বন্যায় ফরিদপুরের দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০২০, ১৫:২৮ | প্রকাশিত : ২০ জুলাই ২০২০, ১৪:২১

ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ১০৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলা সদর থেকে চরভদ্রাসন-সদরপুর উপজেলা সড়কের কয়েক স্থান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়াও ওই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এদিকে সোমবার সকালে ফরিদপুর শহরের বর্ধিত পৌরসভার ২৫ নং ওয়ার্ডে একটি পাকা সড়ক পানির তোড়ে ভেঙ্গে গেছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, বন্যায় জেলার ৩০টি ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। তাদের সরকারি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে ২০০ মেট্রিকটন চাল ও নগদ তিন লাখ টাকা দেওয়া হয়েছে। জেলার নিম্নাঞ্চলের অনেকগুলো আঞ্চলিক সড়কে পানি উঠে যাওয়ায় যানচলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৩ সে.মি. বেড়ে এখন বিপৎসীমার ১০৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতি নদীর আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।

এদিকে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদ হাসান জানান, উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রাম জুড়ে মধুমতি নদীর ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই মানুষ ভূসম্পত্তি হারাচ্ছে। সরকারিভাবে বালুর বস্তা ফেলা হলেও খুব একটা কাজে আসছে না। স্থায়ী বাঁধ দেওয়া ছাড়া ভাঙন রোধ করা যাবে না বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২০জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :