নাটোরে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০২০, ২০:৩১

স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কোরবানির পশুর হাট লাগানোর কথা থাকলেও নাটোরের সিংড়ার গরু-ছাগলের হাটে কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এতে সাধারণ পশু ক্রেতাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সোমবার সকালে সিংড়া পৌরসভার রাস্তায় ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা ও বিক্রেতায় মিলে জম জমাট হাট বসেছে। হাটে কোন তিল ঠাঁই জায়গা নেই। স্বাস্থ্যবিধি বা সামজিক দূরত্বের কোন বালাই নেই। নেই কোন করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী। পাশেই ফেরিঘাট সংলগ্ন এলাকায় গরু হাটেরও একই অবস্থা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর কথা থাকলেও তা মানা হচ্ছে না।

পশু ক্রেতা হাসান আলী বলেন, কোরবানির পশুর হাটে বুঝি করোনা নেই। হাটের ভেতরে যেন দম বন্ধ হয়ে আসছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, জেলার সিংড়ায় সবচেয়ে বেশি করোনা পজিটিভ হওয়ায় এই উপজেলার জনগণ বেশি ঝুঁকিতে রয়েছেন। প্রশাসন সব সময় মাঠে কাজ করছে। আর কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ বেশকিছু নিয়ম-কানুন অনুসরণের জন্য গত ৬ জুলাই হাট কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। এরপরও যদি তা মানা না হয়, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :