পবিত্র হজ ৩০ জুলাই, মধ্যপ্রাচ্যে ঈদ পরদিন

প্রকাশ | ২০ জুলাই ২০২০, ২৩:৪৬ | আপডেট: ২০ জুলাই ২০২০, ২৩:৪৭

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর পরদিন ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

খবরে বলা হয়, আজ সেখানে ছিল ২৯ জিলকদ।  চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ৩০ জিলকদ।  অর্থ্যাৎ বুধবার থেকে থেকে জিলহজ মাস শুরু হবে মধ্যপ্রাচ্যে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে বা ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।  ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।

করোনা মহামারির কারণে এবার সৌদি আরবের নাগরিকদের অংশগ্রহণে সীমিত আকারে অনুষ্ঠিত হবে হজ। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে হজে যাওয়ার অনুমতি নেই।

সাধারণত সৌদি আরবের একদিন পর আমাদের দেশে ঈদ ও রোজা পালিত হয়ে থাকে। সে হিসেবে আমাদের পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আগামীকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

(ঢাকাটাইমস/২০জুলাই/জেবি)